• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পূজায় নাশকতা মোকাবিলায় প্রস্তুত র‍্যাবের হেলিকপ্টার

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২১, ১৬:৫৬
পূজায়, নাশকতা, মোকাবিলায়, প্রস্তুত, র‍্যাবের, হেলিকপ্টার,
ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় যেকোনা ধরনের হামলা ও নাশকতা মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতির জন্য র‍্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্সের কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে পূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের এসব কথা জানান এলিট ফোর্সটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, প্রতি বছরের মতো এ বছরও র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া সারা বিশ্বে করোনা মহামারি চলছে, তাই স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এদিন র‍্যাব মহাপরিচালক হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
X
Fresh