• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৫ ফেব্রুয়ারির মধ্যে ইসি গঠনে আইন করা অসম্ভব

আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৭:৩৭
১৫, ফেব্রুয়ারির, মধ্যে, ইসি, গঠনে, আইন, করা, অসম্ভব,
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এ সম‌য়ের মধ্যে সংসদে আলোচনা করে নির্বাচন ক‌মিশন গঠ‌নের জন্য আইন করা অসম্ভব ব্যাপার। কোভিড পরিস্থিতিতে সংসদের সেশনও সংক্ষিপ্ত করা হয়।

রোববার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা ব‌লেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে।

তিনি বলেন, ২০১২ সালে রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেন। দলগুলোর কাছ থেকে নাম নিয়েই সার্চ কমিটি গঠন করা হয়। এভাবে দুটি নির্বাচনও হয়েছে।

বিএনপির উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, আমি তাদের আশ্বাস্ত করতে চাই, দেশে নির্বাচন সুষ্ঠু হবে। শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।

এনএইচ/ এসকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
‘নির্বাচনে খরচ ১ কোটি ২৬ লাখ, যেভাবেই হোক তুলবো’
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
X
Fresh