• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা পরীক্ষার কারণে ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ   

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ১৮:২৫
করোনা, পরীক্ষার, কারণে, কোনো, প্রবাসীর, ফ্লাইট, মিস, হলে, ক্ষতিপূরণ,  
ফাইল ছবি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিমানবন্দরে করোনা পরীক্ষার রিপোর্টের কারণে কোনো প্রবাসী কর্মীর যদি ফ্লাইট মিস হয়, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

ইমরান আহমদ বলেন, টেস্ট ডিফল্ট করে তাহলে ক্ষতি হবে গরিব মানুষের। কারও ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তার দেড়-দুই লাখ টাকা খরচ হয়ে যাবে। এ জন্য শাস্তির ব্যবস্থা থাকা দরকার।

ইতোমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করা হয়েছে; যা আগামী সপ্তাহে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।

সূত্রের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি ৮০ জন প্রবাসী বিমানবন্দরে করোনা পরীক্ষা করেও সময়মতো রিপোর্ট পাননি। এতে তারা ফ্লাইট মিস করেন। বোর্ডিং কাউন্টার বন্ধ হওয়ার পর তারা করোনা পরীক্ষার রিপোর্ট পান।

ঢাকার পর চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরেও পর্যায়ক্রমে করোনা পরীক্ষা চাল করা হবে বলেও জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

এনএইচ/টিআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা
X
Fresh