• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিজাত এলাকায় পানি ও গ্যাসের দাম বাড়াতে চান মন্ত্রী

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯
বহুতল ভবন

রাজধানীতে এলাকাভেদে ভিন্ন রকমের ইউটিলিটি বিল ও হোল্ডিং কর আদায়ের প্রস্তাব করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে এই প্রস্তাব বিবেচনা করতে সিটি করপোরেশন মেয়রদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সিটি করপোরেশন মেয়রের উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন, বনানী, গুলশানসহ রাজধানীর অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ান, গ্যাসের দাম বাড়ান, পানির দাম বাড়ান। মানুষ তখন দামি এলাকা থেকে গিয়ে আরেকটু দূরে যাবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গুলশানে বসবাস করেন সেখানে পানির দাম ১৪ টাকা হয়, আবার কেউ যাত্রাবাড়িতেও বসবাস করেন সেখানেও পানির দাম ১৪ টাকা হয়, তাহলে এটি মানুষের জন্য এক ধরনের বৈষম্য।

তাজুল ইসলাম বলেন, অন্য এলাকার চেয়ে অভিজাত এলাকায় ইউটিলিটি বিল ও হোল্ডিং কর বেশি হবে। জোনভিত্তিক ইউটিলিটি চার্জও নির্ধারণ করতে হবে। আপনি এখানে অভিজাত সুযোগ-সুবিধা ভোগ করছেন, আপনাকে বেশি দিতে হবে।

ঢাকা থেকে লোকজনকে সরানোর জন্য রাজধানীর বাইরের সুযোগ-সুবিধা বাড়ানোর উপর জোর দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
চাকরি দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, বেতন ৮৪,০০০ টাকা
প্রতারক চক্রের বিষয়ে তিতাস গ্যাসের যে বার্তা
X
Fresh