• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৯২ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০
92 officers promoted to the post of Additional Secretary
ফাইল ছবি

সরকার ৯২ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও ৩ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সবমিলিয়ে পদোন্নতি পেয়েছেন মোট ৯২ জন কর্মকর্তা।

এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্মসচিব পদ মর্যাদার ৩ শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এর মধ্যে ৯২ জনকে পদোন্নতি দেওয়া হয়। বাকি দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি পাননি। এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি
সহযোগী অধ্যাপক পদে নোবিপ্রবির ৯ শিক্ষকের পদোন্নতি
পদোন্নতি পেয়ে এএসপি হলেন ৩৭ পরিদর্শক
X
Fresh