• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশজুড়ে ৩০টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ২০:৪১
অক্সিজেন প্ল্যান্ট

করোনা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে দেশজুড়ে ৩০টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (০৪ আগস্ট) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৩০টি অক্সিজেন প্ল্যান বসানোর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল বলেন, করোনা দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন সংকট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দেশে এখন দিনে ২০০ টন অক্সিজেনের চাহিদা রয়েছে। জনস্বাস্থ্যবিদদের মতে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই চাহিদা ৩০০ টনে পৌঁছাবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন বলেন, স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ৩০টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
তীব্র গরমে যে উদ্যোগ নিলো ঢাকা ওয়াসা
তীব্র দাবদাহ : ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে ডিএমপির অনন্য উদ্যোগ
X
Fresh