• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

টিকা ছাড়া বাইরে যাওয়া বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি 

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২১, ০৮:৩১
টিকা ছাড়া বাইরে যাওয়া বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি
ফাইল ছবি

মহামারী করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ১৮ বছরের বেশি বয়সী কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না বলে আন্তঃমন্ত্রণালয় সভার সভাপতি মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মাইদুল ইসলাম বলেন, বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‌‌টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না, বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এই তথ্য সঠিক নয়।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) সাংবাদিকদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ১৮ বছর বয়সী কোনো ব্যক্তি ১১ আগস্টের পর করোনা প্রতিরোধী টিকা নেয়া ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। যদি কেউ বের হন তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ১৮ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি যদি রাস্তাঘাট, গাড়িতে, মোটরসাইকেল বা বাইসাইকেলে, টেম্পো বা বাসে বা ট্রেনে হোক, নো বডি অ্যালাউ টু মুভ, তাদের অবশ্যই ভ্যাকসিনেটেড হতে হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
১৮ বছর পর এক ফ্রেমে বাঁধন-মম
X
Fresh