• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘সরকারি আবাসনে এডিসের প্রজনন বেশি’

আরটিভি নিউজ

  ০১ আগস্ট ২০২১, ১৯:২০
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

এডিস মশা নিধনে সোমবার জোরালো কার্যক্রম নেওয়া হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ডিএসসিসি এলাকায় সরকারি আবাসন বেশি। এসব সরকারি আবাসনে এডিস মশার প্রজনন বেশি হয়।

রোববার (০১ আগস্ট) ডিএসসিসির নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এক সভায় এসব কথা বলেন মেয়র তাপস।

তিনি বলেন, ২০১৯ সালের ডেঙ্গুর তুলনায় এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও এডিস মশা নিধনে কাউন্সিলদের সঙ্গে আলোচনা করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

শেখ ফজলে নূর তাপস আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডকে ছোট ছোট এলাকা চিহ্নিত করা হবে। এসব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর, মশক সুপারভাইজাররা অভিযান চালাবেন। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার (২ আগস্ট) নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
বুধবার যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক
সরকারি কর্মকর্তাদের দুর্নীতির নজির, বেনজির ও দায়মুক্তি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নীতিমালা প্রকাশ
X
Fresh