• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনের অষ্টম দিনে লক্ষাধিক টাকা জরিমানা র‌্যাবের

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২১, ২১:৪২
লকডাউনের অষ্টম দিনে লক্ষাধিক টাকা জরিমানা র‌্যাবের

করোনার সংক্রমণ কমাতে কঠোর লকডাউনের ৮ম দিনে সারাদেশে ১৪৭ জনকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩০ জুলাই) সারাদেশে র‌্যাবের ২৫টি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।

র‌্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনার সংক্রমণ কমাতে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে ছিল র‌্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

অষ্টম দিনে বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব।

কঠোর বিধিনিষেধ অমান্য করায় ২৫টি ভ্রাম্যমাণ আদালতে ১৪৭ জনকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনামূল্যে দেড় হাজারের বেশি মাস্ক বিতরণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহসহ মানুষকে সচেতন করা হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh