• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এডিস মশা নিধন অভিযানে চার লাখ টাকা জরিমানা করল ডিএনসিসি

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১৯:১৬
এডিস মশা নিধন অভিযানে চার লাখ টাকা জরিমানা করল ডিএনসিসি

রাজধানীর বিভিন্ন এলাকায় এডিস মশা নিধনে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লার্ভা পাওয়ায় ১৫টি মামলায় চার লাখ ৪১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ডিএনসিসির এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় ৬৭ হাজার টাকা, দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় তিন লাখ টাকা, তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ১৪ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৫০ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।সবাইকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহ্বান ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ মেনে চলার আহবান জানানো হয়। পাশাপাশি ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এমএন

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
X
Fresh