• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিল্প কারখানা খুলছে না ৫ আগস্টের আগে

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২১, ১৭:২৯
শিল্প কারখানা খুলছে না ৫ আগস্টের আগে

চলমান বিধিনিষেধে বন্ধ থাকা শিল্প কারখানা আগামী ৫ আগস্টের আগে খুলছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে চলমান বিধি-নিষেধ নিয়ে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের আগে শিল্প কারখানা খুলে দিতে কারখানা মালিক ও প্রতিনিধিরা আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারিনি।

চলমান বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি বলেন, সর্বাত্মভাবে টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। এ কাজের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।

এসময় লকডাউন চলাকালে বিধিনিষেধগুলো কঠিনভাবে মেনে চলার সুপারিশ করা হয়। জরুরি কোনো কাজে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে জোর দেয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে ক্যাম্পেইনের সুপারিশ করা হয়েছে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে বাড়ছে পণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী 
X
Fresh