• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যা বন্ধ থাকবে 

আরটিভি নিউজ

  ১৩ জুলাই ২০২১, ১২:২২
২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যা বন্ধ থাকবে 
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চলমান লকডাউন ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

লকডউন শিথিল করায় ১৫ জুলাই সকাল থেকে শপিংমলসহ সব ধরনের দোকানপাট খোলা হবে। এছাড়া দূর পাল্লার বাস চলাচলসহ চলবে ট্রেনও। ২১ জুলাই দেশব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এরপরই ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

বিধি-নিষেধের মধ্যে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল-মার্কেটসহ সব ধরণের দোকানপাট বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব ধরনের শিল্প-কলকারখানা। এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন 
এপ্রিল থেকে ইন্টার্ন চিকিৎসকরা ২০ হাজার টাকা ভাতা পাবেন
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
ভন্ডগ্রাম, চোরমারাসহ ২৪৭ বিদ্যালয় পেলো রুচিশীল নাম
X
Fresh