• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ

আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২১, ২২:৪২
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ শেষে চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

চতুর্থ ধাপে ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

এর আগে প্রথম ধাপের তালিকায় স্থান পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা। দ্বিতীয় তালিকায় ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধা এবং তৃতীয় তালিকা স্থান পান ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধা।

তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ
আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ
বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশের তালিকা প্রকাশ
সংরক্ষিত নারী আসনে আ.লীগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
X
Fresh