• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দ করতে পারবে দুদক

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ১৭:৫৬
দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার

দুর্নীতির অভিযোগ তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তির বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা ও তার পাসপোর্ট জব্দ করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিষেধাজ্ঞার আরোপের ১৫ দিনের মধ্যে আদালতে গ্রহণযোগ্য কারণ দেখিয়ে অনুমোদন নিতে হবে। আদালত যখন পর্যন্ত দুদকের আবেদন বাতিল বা অনুমোদন না দেবেন ততক্ষণ পর্যন্ত দুদকের আরোপিত আদেশ কার্যকর থাকবে।

মঙ্গলবার (২২ জুন) সেগুনবাগিচা দুদকের কার্যালয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, দুদকের একটি রিট আবেদনে আদালত আদেশ দিয়েছিল- আদালতের অনুমতি ছাড়া, দুদক কারও বিদেশ যাত্রা আটকাতে পারবে না। এরপর দুদকের আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধান্ত নিয়েছে, তদন্তের স্বার্থে দুদক যেকোনো ব্যক্তির বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তবে নিষেধাজ্ঞা আরোপের পরবর্তী ১৫ দিনের মধ্যে আদালত থেকে যথাযথ অনুমোদন নিতে হবে।

জানা গেছে, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সংসদ হুইপসহ ৬ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে গত ৭ জুন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই ৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh