• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের শূন্য পদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৬:৫৫
আসাদুজ্জামান খাঁন কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, দেশের জনসংখ্যা অনুযায়ী পুলিশে পর্যাপ্ত জনবল সৃষ্টি করা হয়েছে।। শূন্য পদগুলোয় শিগগিরই নিয়োগের জন্য কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদের শূন্যতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলমান। পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্য পদের বিপরীতে নিয়োগ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতা অনুযায়ী সৃষ্ট শূন্য পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশে ৮২ হাজার ২৬১টি পদ সৃষ্টি করা হয়েছে। এসবের মধ্যে ক্যাডার পদ ১ হাজার ৫০৭টি, নন-ক্যাডার পদ ৮২ হাজার ২৬১টি ও নন-পুলিশ পদ ১০ হাজার ৬১৪টি।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
X
Fresh