• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ২০:৪৩
ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত

ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। এতে আগামী ৩০ জুন পর্যন্ত দু’দেশের স্থলসীমান্ত বন্ধ থাকবে।

রোববার (১৩ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।

ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলতি বছরের ২৬ এপ্রিল দেশটির সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। যার মেয়াদ শেষ হয় ৯ মে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নতুন করে আরও ১৪দিন মেয়াদ বাড়ানো হয়। যা গত ২৩ মে শেষ হয়। এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবারও সময়সীমা বাড়ানো হলো ৩০ জুন পর্যন্ত।

দুই দেশের স্থলসীমান্ত বন্ধ থাকলেও ভারতে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চেয়ে কম; তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

প্রথম দফায় ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলাদেশিরা। পরবর্তীতে অবশ্য দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর তিনটি দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেয় সরকার।

করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

এসজে/এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের সঙ্গে বাংলাদেশের শর্তহীন বন্ধুত্ব এখনও বিদ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব মুদ্রায় ভারতের সঙ্গে ব্যবসা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে ফের আলোচনা করবে বাংলাদেশ
X
Fresh