• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গার্ড অব অনার: নারী কর্মকর্তাদের বিকল্প খুঁজতে বললো সংসদীয় কমিটি

আরটিভি নিউজ

  ১৩ জুন ২০২১, ১৮:৩০
গার্ড অব অনার

সরকারি নীতিমালা অনুযায়ী কোনো বীর মুক্তিযোদ্ধা মারা গেলে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রশাসন। তবে ডিসি বা ইউএনও নারী হলে কফিনে সম্মান জানানো নিয়ে আপত্তি তুলেছে সংসদীয় কমিটি। তাই তো ‘গার্ড অব অনার’দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বিকল্প খুঁজতে বলা হয়েছে।

রোববার (১৩ জুন) সংসদীয় কমিটির বৈঠকে সরকারের কাছে সুপারিশ রাখা হয়েছে গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনওদের বিকল্প খুঁজতে বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’প্রদানের ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং মহিলা ইউএনওর বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কোন যুক্তিতে এই সুপারিশ জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান বলেন, নারী ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন। সেজন্য বিকল্প খুঁতে বলা হয়েছে। এছাড়া মহিলারা তো জানাজায় থাকতে পারেন না।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপিদের বাসা ভাড়া বাড়ানোর সুপারিশ করল সংসদীয় কমিটি
সাবেক ১৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন সংসদীয় কমিটির সভাপতি
আরও ১০ সংসদীয় কমিটি, তিনটিতে সভাপতি মন্ত্রিত্ব হারানো ৩ এমপি
রাত জেগে নিজেই ৫০ সংসদীয় কমিটির নাম লিখেন প্রধানমন্ত্রী
X
Fresh