• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

হেফাজতের ৫০ নেতাকে ডাকবে দুদক

আরটিভি নিউজ

  ০৯ জুন ২০২১, ১৮:১৬
হেফাজতের ৫০ নেতাকে ডাকবে দুদক

হেফাজতে ইসলামের বেশকিছু নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর থেকেই সংগঠনটির শীর্ষ নেতাদের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকা অনুযায়ী আগামীতে হেফাজতে ইসলামের নেতা বাবুনগরী ও মামুনুল হকসহ ৫০ জনের ‌অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে দুদক। এ সংক্রান্ত তথ্য উপাত্ত হাতে পাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

হেফাজতের নেতাদের দুদকে ডাকার বিষয়ে বুধবার (০৯ জুন) দুদক সচিব মো. ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ইতোমধ্যে হেফাজত নেতাদের তথ্য উপাত্ত চেয়ে কমিশন থেকে বিএফ‌আই‌ইউকে চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির আলোকে তারা বিভিন্ন ব্যাংকের কাছে আর্থিক লেনদেনের তথ্য চেয়েছেন। এছাড়া কমিশন থেকে ওই নেতাদের সম্পদের বিষয়ে ভূমি অফিসে চিঠি দেয়া হয়েছে। পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। সব তথ্য সংগ্রহ করার পর তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে অনুসন্ধান দল পরবর্তী করণীয় ঠিক করবেন। অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ছাত্রলীগ নেতাকে মারধর, চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক
বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
X
Fresh