• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় আর্কাইভস বিলের খসড়া আইন সংসদে

আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৫:২২
জাতীয় সংসদ ভবন

১৯৮৩ সালের অধ্যাদেশ বাতিল চেয়ে নতুন আইনের খসড়া ‘জাতীয় আর্কাইভস বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে সংসদে। রোববার (৬ জুন) সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ খসড়া আইনটি উত্থাপন করেন সংসদে। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দেয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, এ আইনের অধীনে রেকর্ড বিনষ্ট করার পরিবর্তে জাতীয় আর্কাইভসে সংরক্ষণ করা হবে। নির্ধারিত ফি প্রদান করে কর্তৃপক্ষের কাছে আবেদন জানালে কাঙ্ক্ষিত তথ্য বা দলিল সরবরাহ (গোপন নথি ব্যতীত) করা হবে। তবে এ ক্ষেত্রে রেকর্ড পাচার করলে ৫ বছরের জেল এবং এক লাখ টাকা জরিমানা এবং যদি চুরি, নষ্ট বা হ্যাক করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান উল্লেখ কর হয়েছে খসড়ায়।

খসড়া আইনে রেকর্ডের সফট কপি করার বিধান রাখা হয়েছে। যা এর আগের আইনে ছিল না।

এছাড়া জাতীয় আর্কাইভস পরিচালনায় একটি উপদেষ্টা পরিষদ থাকবে এবং যেখানে একজন মহাপরিচালক থাকবেন। ৮৩’র অধ্যাদেশে এই মহাপরিচালক ছিলেন না যা নতুন করে করা হয়েছে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নারীদের এগিয়ে নিতে কার্যকর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী’
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
উপজেলা নির্বাচন ঘিরে দূরত্ব বাড়ছে বিএনপির কেন্দ্র ও তৃণমূলে 
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
X
Fresh