• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'বাংলাদেশ বৈশ্বিক দূষণের শিকার'

আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ১৮:৫৫
'বাংলাদেশ বৈশ্বিক দূষণের শিকার'
ফাইল ছবি

বাংলাদেশ দূষণকারী না হয়েও বৈশ্বিক দূষণের প্রভাবের শিকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৫ জুন ) ‘জলবায়ু ক্যাম্প-২০২১’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠা‌নে ক্লাইমেট ভালনা‌রেবল ফোরা‌মের (‌সি‌ভিএফ) বি‌শেষ দূত আবুল কালাম আজাদ ও সংসদ সদস্য না‌হিম রাজ্জাক উপ‌স্থিত ছি‌লেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি বছর আমাদের জিডিপির গড় ২ দশমিক ৫ শতাংশ তথা প্রায় ৫ বিলিয়ন ডলার জলবায়ু অভিযোজন এবং স্থিতিস্থাপকতা তৈরিতে ব্যয় হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কম কার্বন বিকাশের পথে চলছে। আমাদের জাতীয় নির্ধারিত অবদান বা এনডিসি এবং অভিযোজন উচ্চাভিলাষকে যথেষ্ট পরিমাণে বাড়াতে প্রশমন প্রক্রিয়াতে বিদ্যমান শক্তি, শিল্প ও পরিবহন খাতগুলো ছাড়াও নতুন খাতকে আরও অন্তর্ভুক্ত করেছি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh