• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় গরম কাটিয়ে বৃষ্টি, ভোগান্তিতে চাকরিজীবীরা

আরটিভি নিউজ

  ০৫ জুন ২০২১, ০৯:৩৩
ফাইল ছবি

ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ বেশ গুমোট ছিল। সকাল ৭টা ৪০ মিনিটের পর থেকে আকাশে মেঘের তর্জন-গর্জন শুরু হয়। আর এভাবে কিছুক্ষণ চলার পর ৮টার পরপরই শুরু হয় বৃষ্টি। তবে হালকা নয়, বেশ ভারী বৃষ্টিই হয়ে গেল। বাতাস বয়ে চলার পাশাপাশি বজ্রপাতও হয়। আর ঢাকায় এই সময়ের বৃষ্টিতে অনেকটাই বিপাকে পড়েছেন অফিসমুখী মানুষ।

এর আগেও বৃষ্টি হয়েছে। তবে গত দুই দিন তুলনামূলক কিছুটা কম বৃষ্টি হলেও আবারও বৃষ্টি বাড়বে বলে আভাস দেয়া হয়েছে।

এদিকে শনিবারের (৫ জুন) বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছেন রাজধানীর অফিস ও কর্মমুখী মানুষরা। এর আগে গত মঙ্গলবার (১ জুন) বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল ঢাকার বিভিন্ন এলাকায়। কোনো রাস্তায় ঘণ্টা ছাড়িয়ে ১৫ ঘণ্টারও বেশি সময় বৃষ্টির পানি ছিল। সেদিন সেসব এলাকার মানুষের দুর্ভোগের কমতি ছিল না। আজও বৃষ্টির পর ঢাকায় বেশ কিছু রাস্তায় পানি জমেছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির আশায় জেলায় জেলায় ইসতিসকার নামাজ
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
যেসব জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কা
বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে
X
Fresh