• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাজেটে করোনার ভ্যাকসিনের জন্য ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ

আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১৯:১১
The budget has allocated Tk 14,200 crore for corona vaccine
ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের বাজেটে মহামারি করোনা ভাইরাসের টিকার জন্য ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৪ জুন) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এ কথা জানিয়েছেন।

স্বাস্থ্য খাতে গত বাজেটের চেয়ে ১৩ দশমিক ৩ শতাংশ বেশি বরাদ্দ করা হয়েছে উল্লেখ করে অর্থ সচিব বলেন, ‘ওভারঅল বাজেট বরাদ্দের ৬ দশমিক ৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে বরাদ্দ নিয়ে কোনো সমস্যা নাই। ১ বছরে আমরা যে ভ্যাকসিন প্রয়োগ করতে পারবো তা কেনার জন্য প্রয়োজনের চেয়ে বেশি ১৪ হাজার ২০০ কোটি টাকা রাখা হয়েছে। যদি প্রয়োজন হয় অন্য খাত থেকে টাকা এনে আমরা সরবরাহ করতে পারবো।’

গতকাল বাজেট পেশের সময় প্রতি মাসে ২৫ লাখ ব্যক্তিকে টিকাদানের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের টার্গেট ২৫ লাখ নয়। ধীরে ধীরে টিকা পাওয়া সাপেক্ষে এ সংখ্যা বাড়ানো হবে। এখন আর একটি নয় বহু উৎস থেকে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

ওই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন কিনতে টাকা কোন সমস্যা নয়।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh