• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার বন্ধ

আরটিভি নিউজ

  ১৭ মে ২০২১, ১৪:৫৫
The border is closed until the situation in India returns to normal
ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতার শিকার ভারতের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বর্ডার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘বর্ডার বন্ধ আছে, আগামীতেও বন্ধ থাকবে, যে পর্যন্ত না ভারতের পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসে।’ আজ সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘দূরপাল্লার বাস, লঞ্চ-ট্রেন বন্ধ আছে এবং তা যেন বন্ধই থাকে সেজন্য আমরা প্রস্তাব করবো। এবার ঈদে যদিও ‘লকডাউন’ ছিল, কিন্তু তারপরও সবাই আনন্দের সঙ্গে কেনাকাটা করেছেন। প্রধানমন্ত্রীর অনুরোধ ছিল যে যেখানে আছেন সেখানেই ঈদ করেন। অনেকে মেনেছেন, অনেকে মানেননি।’

তিনি আরও বলেন, ‘ফেরিতে গাদাগাদি করে বাড়ি গেছেন। যদিও আমরা চাইনি। নাড়ির টানে ঢাকা ছেড়ে বাড়ি গেছেন, আমি বলি নাড়ির টানে বাড়ি যাচ্ছেন নাড়ি যেন ছিড়ে না যায়! কারণ বাড়িতে অনেকেরই বৃদ্ধ বাবা-মা আছেন।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুমব্রু সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, ফিরছেন স্থানীয়রা
মানিকগঞ্জ-৩ আসনে ফের জাহিদ মালেকের জয়
X
Fresh