• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া নিষেধ

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৭:০১
হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া নিষেধ

দেশজুড়ে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের ঘোষিত বিধিনিষেধ বাড়ানোর সঙ্গে হোটেল ও রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া নিষেধাজ্ঞা দিয়েছে।

রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ ১৭-২৩ মে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। বিধিনিষেধে মানুষের চলাচল সীমিত রাখতে মূলত এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে।

করোনা নিয়ন্ত্রণে আগের প্রজ্ঞাপনের সব বিধিনিষেধ বলবৎ থাকবে। এই বিধিনিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে বাস চলবে। দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh