• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নতুন ড্রাইভিং লাইসেন্স যে মাসে মিলতে পারে

আরটিভি নিউজ

  ১৫ মে ২০২১, ২২:১৮
নতুন ড্রাইভিং লাইসেন্স যে মাসে মিলতে পারে

করোনাভাইরাস মানুষের সকল গতিপথ এলোমেলো করে দিয়েছে। আর এই গতিপথে ভাটা পড়েছে নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে। যারা নতুন ড্রাইভিং পাওয়ার জন্য আবেদন করেছেন বা করবেন তারা আগামী জুনের আগে পাবেন না। কারণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিযুক্ত নতুন প্রতিষ্ঠান স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করতে পারছে না। তবে বিদেশযাত্রার মতো জরুরি প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স দেবে সংস্থাটি।

স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স সরবরাহ সংকটে কমবেশি ১০ লাখ ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর অপেক্ষা সহসাই শেষ হচ্ছে না।

বিআরটিএ’র পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস, যে প্রতিষ্ঠান ড্রাইভিং লাইসেন্স বানাতো তাদের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বহাল। নতুন প্রতিষ্ঠান স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্সের কিছু দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিকভাবে শুরু করবে বলে আশা করছি।

ড্রাইভিং লাইসেন্সের জন্য দীর্ঘদিন অপেক্ষায় থাকা মুজাহিদ হোসেন বলেন, ড্রাইভিং লাইসেন্স করার জন্য শিক্ষানবিশ লাইসেন্স করেছি আড়াই মাস আগে। আরও তিন মাস মেয়াদ আছে এটির। তারপর যে পরীক্ষা নেওয়া হবে তা নিশ্চিত হতে পারছি না।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh