• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের দিনে সড়কে ঝড়লো ১০ প্রাণ

আরটিভি নিউজ

  ১৪ মে ২০২১, ২২:৩১
ঈদের দিনে সড়কে ঝড়লো ১০ প্রাণ

ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন। শুক্রবার (১৪ মে) বগুড়ায় দুইজন, চট্টগ্রামে দুইজন, নড়াইলে একজন, ময়মনসিংহে দুইজন, খাগড়াছড়িতে একজন, কুড়িগ্রামে একজন ও কুমিল্লায় একজন মারা গেছেন।

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্গটনার বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য মতে এসব দুর্ঘটনার বেশিরভাগই ছিল মোটরসাইকেলে।

চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর-রানীরহাট ডিসি রোডে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে রাহেদুল ইসলাম ও একই উপজেলার সৈয়দ বাড়ি গ্রামের বাসিন্দা মৃত অতিথিরঞ্জন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া।

নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে ঘুরতে বের হয়ে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হন। নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইবাদুল কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আলমগীর ভূইয়ার ছেলে।

ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে ঈদের দিন ঘুরতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক কিশোর। নিহতরা হলো-সবুজ মিয়া (১৫) ও সৌরভ মিয়া (১৪)। তারা দুজনেই জেলার তারাকান্দা উপজেলার ধলিয়াকান্দা এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি
খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় নাজমুল হোসেন নাঈম (১২) নামের এক কিশোর নিহত হয়েছে। দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজারসংলগ্ন মায়াবিনী লেক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন নাঈম পানছড়ির উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. নাছির হোসেনের ছেলে। সে পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় মারা যান জামাল উদ্দিন (৬৩) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় কানুরকুটি (ফকিরটারি) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। শুক্রবার বিকেলের দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাড়কের দেওয়ানের খামার গ্রামের আশা অফিসের পাশে এ ঘটনা ঘটে।

কুমিল্লা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শেকু মিয়া (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেকু মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মো. গণি মিয়ার ছেলে। তিনি উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় খাদিজা ব্রিকফিন্ডের শ্রমিক ছিলেন।

বগুড়া
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন-মিলন দাস (৩০) ও নুরুন্নবী (২৩)। নিহত মিলন দাস বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পুরান বগুড়া হিন্দু পাড়ার সখা দাসের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোটেম্পু চালক ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় রবিন (২৮) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। একই দিন বিকেলে শাজাহানপুর উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান কলেজছাত্র নুরুন্নবী। নিহত নূরুন্নবী উপজেলার সাজাপুর কাগজীপাড়ার আশরাফ আলীর ছেলে। তিনি বগুড়া আজিজুল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh