• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফুটওভার ব্রিজের সংস্কার বন্ধ

আরটিভি নিউজ

  ০৬ মে ২০২১, ১৭:৩১
ফুটওভার ব্রিজের সংস্কার বন্ধ, সাশ্রয় ২০ কোটি টাকা

বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) নির্মাণ কাজ এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত হওয়ার কথা থাকলেও তা সংশোধন করে মহাখালী ও ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ১৫টি ফুটওভার ব্রিজের উন্নয়ন, সংস্কার বন্ধ হচ্ছে। এতে ২০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ শীর্ষক এ প্রকল্পের কাজ চলমান। ফুটওভার ব্রিজগুলোর উন্নয়ন কাজ সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) থেকে বাদ দেওয়া হয়েছে।

উড়ালসড়ক ও বিআরটি রুট সম্প্রসারণে ১৫টি ফ্লাইওভার থাকবে না। ফলে ফুটওভার ব্রিজগুলোর সৌন্দর্য বর্ধন করে অর্থ অপচয় করতে চায় না ডিএসসিসি।

প্রকল্পের পরিচালক ড. তারিক বিন ইউসুফ বলেন, গাজীপুর থেকে বিআরটি রুট ফার্মগেট পর্যন্ত সম্প্রসারণ হবে। এই রুটে ১৫টি ফুট ওভারব্রিজ পড়েছে। সেগুলো ভাঙা পড়তে পারে। তাই প্রকল্প থেকে সেগুলোর সৌন্দর্যবর্ধন কাজ বাদ দেওয়া হচ্ছে। ফলে প্রায় ২০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh