• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নতুন যে ৩ বিধি-নিষেধ যুক্ত হলো জারি করা প্রজ্ঞাপনে

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২১, ১৩:২৭
he 3 new restrictions have been added to the notification issued
ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত লকডাউন বলবৎ থাকবে।

সরকারঘোষিত ‘লকডাউন’ তথা বিধি-নিষেধের মধ্যে বৃহস্পতিবার (৬ মে) থেকে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার ভেতরে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হলেও দূরপাল্লার গণপরিবহনের সঙ্গে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ১৬ মে পর্যন্ত।

আগের বিধি-নিষেধের সঙ্গে নতুন কয়েকটি নিয়ম যুক্ত হয়েছে সেগুলো হলো-

১. সরকার নির্ধারিত ঈদের ছুটির ৩ দিনের বেশি নয়।

২. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে।

৩. গণপরিবহন চলবে, তবে এক জেলার বাইরে অন্য জেলায় যেতে পারবে না।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণবিজ্ঞপ্তির আগেই বদলির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পেনশন নিয়ে প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি
জ্বালানি তেলের দাম কমলো
X
Fresh