• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কঠোর বিধিনিষেধে গণপরিবহন চালুর দাবি

আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১৩:১৫
The organization demanded the introduction of strict restrictions on public transport
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলমান বিধিনিষেধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হলেও দ্রুত গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এছাড়াও কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের ঈদের বেতন-ভাতা পরিশোধে সরকারকে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুনঃ শুনানি হচ্ছে না আনভীরের জামিন আবেদন

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব দাবি জানায় সংগঠনটির নেতারা।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার জনসমাগম এড়াতে প্রথমে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে। পরে এ নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। তবে সে সময় সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, গণপরিবহন চালু ছিল।

আরও পড়ুনঃ রাস্তায় পড়ে থাকা মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর

এরপর সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যায়, যাতে বন্ধ ছিল গণপরিবহন এবং দোকানপাট। সরকারের সর্বশেষ নির্দেশ অনুযায়ী, বলমান কঠোর বিধিনিষেধ অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকার কথা রয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh