• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লকডাউন ভঙ্গ করায় ১৪ হাজার টাকা জরিমানা

আরটিভি নিউজ

  ১৫ এপ্রিল ২০২১, ২০:৩৪
লকডাউন ভঙ্গ করায় ১৪ হাজার টাকা জরিমানা

দেশে করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষিণ সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত মাঠে নামিয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ডিএনসিসির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্য বিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকাণ্ড পালন নিশ্চিত করণার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলায় সর্বমোট ১৩ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার অঞ্চল-৪ এর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য, মাস্ক ব্যলবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে ৭ টি মামলায় ৭০০০ টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর ৭ টি মামলায় আরও ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে ১৪ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ১৩ হাজার ৯ শত টাকা।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয় ভ্রাম্যমাণ আদালত।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
পাহাড় কেটে সুইমিং পুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা 
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
X
Fresh