• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে কারণে ঢাকায় ১০ দিন চলাচল সীমিত রাখাতে আইজিপির অনুরোধ

আরটিভি নিউজ

  ১৫ মার্চ ২০২১, ১৮:২৮
That is why the IGP requested to restrict the movement in Dhaka for 10 days
আইজিপি ড. বেনজীর আহমেদ।। ফাইল ছবি

আগামী ১৭ থে‌কে ২৬ মার্চ, এই ১০ দিন ঢাকাবাসীকে চলাচল সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও অতিথিদের নিরাপত্তার স্বার্থে এই অনুরোধ জানান। আজ সোমবার (১৫ মার্চ) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো আইজিপি। ওই সময়ে নগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময়ে এই অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন...
দেশের যেকোনো হাসপাতালে খালেদার চিকিৎসায় বাসায় ‘হ্যাঁ’, ভর্তিতে ‘না’

পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘আমরা কয়েক দিন পরেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে যাচ্ছি। সেই সঙ্গে জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব শতবর্ষ উদ্‌যাপন করতে যাচ্ছি। করোনার সময়ে, আমাদের সঙ্গে ৫টি দেশের রাষ্ট্রপ্রধান যুক্ত হবে। এটি আমাদের জন্য সম্মানের বিষয়। ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকাবাসীকে অনুরোধ করা হয়েছে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ এই ১০ দিন শহরে প্রয়োজন না হলে চলাচল সীমিত রাখতে। ভিভিআইপিদের নিরাপত্তা প্রদান করা আমাদের রাষ্ট্রীয় কর্তব্য, দেশের কর্তব্য, জনগণের দায়িত্ব। যারা আসছেন তারা ১৮ কোটি মানুষের মেহমান। আমরা চাই জনগণ আমাদের এই মেহমানদের নিরাপত্তা প্রদানে সহায়তা করবে।’

আরও পড়ুন...
মাস্ক পরা নিশ্চিতে যে ১১ নির্দেশনা দিয়েছে সরকার

আইজিপি বলেন, ‘ইতিমধ্যে এই ১০ দিন দেশবাসীকে আমাদের সহায়তা করার জন্য বলা হয়েছে। এই সময়ে যেকোনো প্রকার সভা-সমিতি করা থেকে বিরত থাকার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছ। প্রয়োজন না হলে নগরবাসীকে চলাচল সীমিত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এর মধ্যে একটি বিসিএস পরীক্ষা (১৯ মার্চ) রয়েছে। আমরা সব মিলে নিরাপত্তার জন্য জনগণের সমর্থন চাই।’

আরও পড়ুন...
স্বাধীনতা দিবসে আসছেন নরেন্দ্র মোদি

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ সভাপতি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ডিআইজি মাহবুবর রহমান। ১২৪ জন মেধাবী শিক্ষার্থীকে ১৩ লাখ ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ সদর দপ্ত‌রের অতিরিক্ত আইজিপি মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...
মাংস কম পেয়ে বরপক্ষের তাণ্ডবে বিয়ে ভাঙলো কনে

কেএফ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh