• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭
দেশে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

দেশে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। সিলেটে নয়জন, বগুড়ায় ছয়জন, বরিশালে দুইজন, হবিগঞ্জে একজন, চুয়াডাঙ্গায় একজন, শেরপুরে একজন আর কুমিল্লায় একজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। বগুড়ায় শাজাহানপুর উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বগুড়ার দুঁপচাচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শরীফ শেখ (২০) ও আলামিন (২১) নামে দুজন নিহত হয়েছেন। হবিগঞ্জে বাসের চাপায় আবেদুর রহমান সোহাগ (১৮) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন যাত্রী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারি চালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। শিপন আলী আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার ইদ্রিস আলীর ছেলে। শেরপুর পৌর শহরের চাপাতলি এলাকায় সার্কিট হাউজের সামনে ট্রাকচাপায় আমেনা পারভিন (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মনির হোসেন নামে পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
X
Fresh