আরটিভি নিউজ
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯
বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়ে উঠায় দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা

পার্বত্য চট্টগ্রামে ফের বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিয়ে উঠায় আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনা বসতে যাচ্ছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি)পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এতোদিন ভারত বলতো, বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছেন। এবার বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারতের রাজ্যে বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছেন। এজন্য আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব পর্যায়ে ভার্চুয়ালি বৈঠক হবে। এখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন অজয় কুমার ভাল্লা।
এফএ