• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২১ ফেব্রুয়ারিতে প্রতি ইঞ্চিতে নজরদারি

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫২
২১ ফেব্রুয়ারিতে প্রতি ইঞ্চিতে নজরদারি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি ইঞ্চি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, দিবসটি ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি না থাকলেও জঙ্গি কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হবে। জঙ্গিরা এমন দিবসগুলোতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। তবে মাস্ক ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যে কারণে এবার রাজনৈতিক পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে দুজনের বেশি একসঙ্গে শহীদ মিনারে না আসার অনুরোধ করেন শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চপদ রায় প্রমুখ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
বিশ্বে প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, ৩ শহরে ফ্লাইট বন্ধ
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh