• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেট্রোরেল ১৬ ডিসেম্বর চালু হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৪
Metrorail, being launched, Victory Day, Planning Minister
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

রাজধানীতে যানজট নিরসনে চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম সেকশন চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেলের ডিপো পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী এ আশা ব্যক্ত করেন।

মান্নান বলেন, আমাদের কর্মী, ইঞ্জিনিয়ার, যারা কাজ করছে, তাদের ওপর আমার আস্থা আছে। সেই আস্থা ভরসায় আমরা বলছি, তারাও এ দেশের নাগরিক, তাদেরও দেশপ্রেম আছে। আমরা চাই, বিজয় দিবসে মেট্রোরেলে প্রথম সেকশন আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করার।

তিনি বলেন, ২০২১ সালের মহান বিজয় দিবসে মেট্রোরেলের প্রথম সেকশন চালু করতে পারব। সরকার প্রধানও তাই চান। সরকার প্রধান এটা করতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, মেট্রোলের কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমি সরকারের পক্ষ থেকে আজ অন দ্য স্পট অনুরোধ করছি, ডাবল কাজ করেন, ত্রিপল কাজ করেন, খেয়ে না খেয়ে কাজ করেন, আমাকে বিজয় দিবসে এই রানটা দেখিয়ে দেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
সময় বাড়ায় মেট্রোরেলে স্বস্তি, রাতেও যাত্রীর চাপ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
X
Fresh