• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বিনা পয়সায় সেবা নেয়ার দিন শেষ’

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৯
Gone, days, free, service
‘বিনা পয়সায় সেবা নেয়ার দিন শেষ’

সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি না, এটা আমাদের কালচার। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। এখন থেকে বিনা পয়সায় সেবা নেওয়ার দিন শেষ। সেবা নিতে হলে পয়সা দিতে হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-সিলেট চারলেনে করতে মোট ব্যয় ১৬ হাজার ৯১৮ কোটি ৫৮ লাখ টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ঋণ প্রকল্পের ১৩ হাজার ২৪৪ কোটি ৬৮ লাখ টাকা ঋণ দেবে এডিবি এবং সরকার দেবে ৩ হাজার ৬৭৪ কোটি টাকা। ঢাকা-সিলেট চারলেনে টোল আদায় করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় বিস্তারিত বিষয় তুলে ধরে এম এ মান্নান বলেন, একনেক সভায় ঢাকা-সিলেট চারলেন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের টাকা উঠে আসবে কারণ এই সড়কে টোল আদায় করা হবে। সব মহাসড়কে টোল আদায় করা হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ উপলক্ষে দুদিনের টোল ফ্রি ঘোষণা মালয়েশিয়ার
সিয়ামের জন্মদিনে পরীমণির আবেগঘন পোস্ট
চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন আজ
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
X
Fresh