• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমার নির্ধারিত সময় এলেই টিকা নেব: অর্থমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৫২
Finance Minister, vaccine,appointed
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

দেশে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন আসার আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন দেশে ভ্যাকসিন এলে সবার আগে টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু আজকে বুধবার (২৭ জানুয়ারি) অনলাইনে অর্থমন্ত্রী সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের জন্য আমার নির্ধারিত সময় কখন আসবে এখনও জানি না, যেদিন আসবে নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।

অর্থমন্ত্রী বলেন, আমি একা নিলেই তো হবে না। আমি এখনও সবার আগে টিকা নিতে চাই। যেদিন আমি নেব সেদিন আমি সবার আগে থাকব। এটা আশ্বস্ত করতে পারি। এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে।

মুস্তফা কামাল আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে করোনার টিকা বিতরণ করা হচ্ছে।

গত ২১ জানুয়ারি অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদকদের ব্রিফিংকালে করোনা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী।

তখন তিনি বলেছিলেন, সরকার যেখান থেকেই ভ্যাকসিন আনুক সবার আগে আমি ভ্যাকসিন নেব। সরকার যেটা আনবে সেটাই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
X
Fresh