• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৭:১০
first parliamentary, session, year begins
বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু

ইংরেজি নতুন বছরে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজ সোমবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হয়। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন সংসদে ভাষণ দেন।

জাতীয় সংসদে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে করোনা মহামারি শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। খাদ্যের নিরাপত্তা রক্ষায় নানাবিধ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। রাষ্ট্রপতির ভাষণ ছাড়া এ অধিবেশনে কয়টি বিল উত্থাপন এবং পাস হতে পারে।

বছরের প্রথম অধিবেশনের মেয়াদ সাধারণত দীর্ঘ হয়। কিন্তু করোনা মহামারির এ সময়ে এবারও অধিবেশন সংক্ষিপ্ত হবে।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে গত ৮ নভেম্বর জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলে। ১০ কার্যদিবসের মধ্যে গত ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ কার্যদিবস বিশেষ অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হয়। ওই অধিবেশনে মোট ৯টি সরকারি বিল পাস করা হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস আজ
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি নিয়ে রায় পিছিয়ে মঙ্গলবার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : স্টোর কিপারের ৩ বছরের কারাদণ্ড
কোহলিদের ১৬ বছরের আক্ষেপ ঘুচালো রেণুকা-মান্ধানারা
X
Fresh