• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ সফর নিশ্চিত করলেন এরদোয়ান

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৮:১৫
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান মুজিববর্ষ উপলক্ষে তার বাংলাদেশ সফর নিশ্চিত করেছেন।

বুধবার (২ ডিসেম্বর) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান জানান বাংলাদেশ সফরে আসার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

তথ্যমন্ত্রী জানান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলে সম্মতিও দিয়েছেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক হিসাবে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও জানান, মুজিববর্ষ উপলক্ষে কিভাবে দুই দেশের মাঝে কালচারাল বিষয় এক্সচেঞ্জ হতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে৷ যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আলোচনা করেছি। একইসঙ্গে দুই দেশের জার্নালিস্টদের দিয়ে কিভাবে প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন...

আঙ্কারায় বঙ্গবন্ধুর-ঢাকায় আতাতুর্কের ভাস্কর্য বানাবে তুরস্ক

ঈশ্বরের বার্তায় সন্তানকে জঙ্গলে পাঠান মা, এখন সে ঘাস খায়

এমকে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির যত ভুল তথ্য
বিএনপি এখন হতাশায় নিমজ্জিত : তথ্যমন্ত্রী
বিএনপির সমর্থকরাও ভোট দিতে বসে আছে : তথ্যমন্ত্রী
ড. ইউনুসের সাজায় সরকারের হাত নেই : তথ্যমন্ত্রী
X
Fresh