• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত

আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২০, ১৫:৫২
Deaths and identities are on the rise in Corona in the last 24 hours
করোনা পরীক্ষা

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছে। অপরদিকে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ২২৩০ জন আর সুস্থ হয়েছেন ২২৬৬ জন। মোট টেস্ট করা হয় ১৫ হাজার ১১৮টি।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ২৬৫টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি। এ সময় নতুন রোগী শনাক্ত হয় দুই হাজার ২৩০ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৬ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

করোনায় এ পর্যন্ত মোট মৃত ৬ হাজার ৪৪৮ জনের মধ্যে পুরুষ ৪ হাজার ৯৫৫ (৭৬ দশমিক ৮৫ শতাংশ) ও নারী এক হাজার ৪৯৩ জন (২৩ দশমিক শূন্য ১৫ শতাংশ)।

বিভাগ অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৪ জন, চট্টগ্রামের ৪ জন, রাজশাহীর তিনজন ও রংপুরের একজন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন ও ষাটোর্ধ্ব ১৯ জন।

পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টায় যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া যেমন থাকবে
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় আরও ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
X
Fresh