• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনা পরীক্ষায় অ্যান্টিজেন টেস্টের অনুমোদন পেলো যেসব প্রতিষ্ঠান

আরটিভি নিউজ

  ২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৩
Institutions that have been approved for antigen testing in the corona test
অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে সরকার

অবশেষে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগমের সই করা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়।

এই অনুমতির ফলে অল্প সময়ের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, স্বাস্থ্য ইন্সটিটিউট ও পিসিআর ল্যাবে অ্যান্টিজেন ভিত্তিক র্যা পিড পরীক্ষার মাধ্যমে কোভিড-১৯ টেস্ট করতে পারবে।

ড. বিলকিস বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্বর্তীকালীন গাইডলাইন অনুযায়ী সকল সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে অ্যান্টিজেন ভিত্তিক পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ৫ জুলাই অ্যান্টিজেন ভিত্তিক কোভিড-১৯ পরীক্ষার অনুমতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিও এর জন্য বেশ কয়েকবার সুপারিশ করে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh