• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টিকিট বিক্রি শুরু, শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩
Tickets have started selling, the train will run with 100% passengers from tomorrow
ট্রেনের টিকিট

করোনাভাইরাসের মধ্যে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন পরিচালনা করে আসছিল বাংলাদেশ রেলওয়ে। তবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে পুনরায় শতভাগ যাত্রী নিয়ে চলছে ট্রেন। এর আগে গত শনিবার থেকে স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বলেন, আজ বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হবে। কাল থেকেই শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করতে পারবে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে। তবে কোনও স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না।

আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলাচল করবে।

প্রসঙ্গত, আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।
এসএ/পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগ ক্রসিংয়ে ট্রেন বিকল, ব্যাপক যানজট
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh