• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুই যাত্রী নিয়ে কাতার গেলো ফ্লাইট, ব্যাখ্যা দিলো বিমান

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৯
Biman Bangladesh Airlines
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সম্পতি মাত্র দুইজন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাতারের উদ্দেশে ছেড়ে গিয়েছে। এ নিয়ে কড়া সমালোচনা করেছেন নেটিজেনরা। এরপরই ব্যাখ্যা দিয়ে নিজেদের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গেলো সোমবার (৭ সেপ্টেম্বর) লেবাননে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনতে ঢাকা-দোহা-বৈরুত-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করে। ঢাকা-দোহা ফ্লাইটে মূলত কার্গো এবং বৈরুত-ঢাকা ফ্লাইটে যাত্রী পরিবহন করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিশেষ অনুমতিতে দুইজন যাত্রী ও ৩১ হাজার ১৩৬ কেজি কার্গোসহ ঢাকা থেকে দোহার উদ্দেশে রওনা করে বিমানের বিশেষ ফ্লাইট বিজি-৪০২৫। ফেরার পথে বৈরুত থেকে ৪০৮ জন যাত্রীসহ বিজি-৪০২৬ ঢাকায় পৌঁছায়।

বিমান বোয়িং-৭৭৭ এর মাধ্যমে আটকেপড়া বাংলাদেশিদের বৈরুত থেকে ঢাকায় আনার জন্য এটি ষষ্ঠ ফ্লাইট ছিল বলেও জানিয়েছে বিমান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
X
Fresh