• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২০২

অনলাইন ডেস্ক

  ১৩ আগস্ট ২০২০, ১২:০৫
Four more people died on Wednesday due to the floods
ছবি সংগৃহীত

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২ জনে। বন্যাজনিত কারণে বুধবার আরও চারজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবির।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলায় তিনজন বন্যার পানিতে ডুবে মারা গেছেন এবং ফরিদপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে।

বন্যাজনিত কারণে ৩০ জুন থেকে এখন পর্যন্ত ডায়রিয়া, আরআইটি’র মতো রোগে আক্রান্ত হয়েছেন মোট ৪০ হাজার ৭১০ জন।

সারাদেশের ১৬৩টি উপজেলার অনেক এলাকা ও ফসলের খেত বন্যার পানিতে তলিয়ে গেছে, ১৯৯৮ সালের পর যা সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা বলে মনে করা হচ্ছে।

এদিকে বন্যার পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

আর বুধবার সকালে সারাদেশে পাঁচটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে যা পরবর্তী ৪৮ ঘন্টার অব্যাহত থাকতে পারে। তবে গঙ্গা ও পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে।

এম

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
X
Fresh