• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লতিফ সিদ্দিকীর দুর্নীতি মামলার স্থগিতাদেশ আপিলেও বহাল

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২০, ১৩:৪৭
Former Awami League presidium member Abdul Latif Siddiqui
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী

ক্ষমতাসীন সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

তবে মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) আবেদনের শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শহিদুল ইসলাম।

পরে খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশটিই আপিল বিভাগ বহাল রেখেছেন। তবে আপিল বিভাগের আদেশ পাওয়ার ৬ মাসের মধ্যে মামলা বাতিল সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

বগুড়ার জজ আদালতে বর্তমানে দুর্নীতি মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানান দুদকের আইনজীবী।

মামলার অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে আব্দুল লতিফ সিদ্দিকী আবেদন করলে গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এ মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন।

ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। সে আবেদনের শুনানি করে আপিল বিভাগ হাইকোর্টের দেয়া স্থাগিতাদেশ বহাল রেখে রুল নিষ্পত্তির আদেশ দিলেন।

টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

ওই সময় তিনি দুর্নীতি করেছেন অভিযোগ করে ২০১৭ সালের ১৭ অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

এসজে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
X
Fresh