• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শাহেদের প্রধান সহযোগী তরিকুল ৫ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২০, ১৬:৪৯
Shahidul's main associate Tariqul was remanded for 5 days
রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলী

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই সনদ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অন্যতম সহযোগী।

শুক্রবার (১০ জুলাই) শিবলীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক আলমগীর গাজী। পরে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার (৮ জুলাই) দিনগত রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে গত বুধবার গ্রেপ্তার সাতজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আলমগীর গাজী। শুনানি শেষ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন-রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব, হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব, হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক মো. রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, রিজেন্ট গ্রুপের গাড়িচালক আবদুস সালাম ও হাসপাতালের কর্মী আবদুর রশিদ খান জুয়েল।

অন্যদিকে রিজেন্ট হাসপাতালের অভ্যর্থনাকারী কামরুল ইসলাম নামে এক আসামি শিশু হওয়ায় তাকে গাজীপুরের কিশোর সংশোধনীতে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।


পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রক্ত দেখে টাকা না নিয়েই পালিয়ে যায় তরিকুল
জাবি শিক্ষক সমিতির সভাপতি মোতাহার, সম্পাদক শাহেদ
X
Fresh