• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বুধবার

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ১৩:৩৩
The full court meeting of the Supreme Court is on Wednesday
ফাইল ছবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী বুধবার (৮ জুলাই) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ৮ জুলাই বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে’।

আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল আদালতের লজিস্টিক বিষয়সহ বিবিধ বেশকিছু বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে বিষয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করেন।
পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু বুধবার
বুধবার আরব আমিরাতে ঈদুল ফিতর
বুধবার ঈদ কি না, জানা যাবে সন্ধ্যায়
চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার পালিত হবে ঈদ
X
Fresh