• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির রিটের শুনানি আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০২০, ১০:১৩
Supreme Court
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতিতে ৬৭ দিন বন্ধ থাকার পর সোমাবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে চলছে গণপরিবহন। তবে এজন্য ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে সরকার প্রজ্ঞাপন জারি করে। সোমবার এর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হবে আজ মঙ্গলবার।

হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চে এই রিটের শুনানি হবে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব। রিটে সরকারের জারি করা প্রজ্ঞাপনটি স্থগিত চাওয়া হয়েছে।

হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গণপরিবহনে দেশের নিম্ন ও মধ্যবিত্তের সাধারণ মানুষ যাতায়াত করে। দেশের এই পরিস্থিতিতে কোনও যুক্তিতে ৬০ শতাংশ বাড়ানো হলো সেটি চ্যালেঞ্জ করে রিট করেছি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
সড়কে আনফিট গাড়ি নামলেই ব্যবস্থা : বিআরটিএ চেয়ারম্যান
রাজধানীতে আর রঙচটা বাস চলাচল করতে পারবে না
জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে যৌথ অভিযান
X
Fresh