• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

গর্ভবতী মায়েদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০২০, ১২:৪৯
Legal notice to the government to ensure treatment of pregnant mothers
গর্ভবতী মায়েদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ

করোনাকালে দেশের গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। সেইসঙ্গে দেশের অধিকাংশ হাসপাতালে করোনা শনাক্তে আলাদা ইউনিট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

জনস্বার্থে বুধবার (২৭ মে) আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।

ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।

নোটিশে বলা হয়েছে, গত ২৬ মে গাইবান্ধা সাদুল্লাপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া প্রসূতি মা ওই হাসপাতালের প্রধান ফটকের পাশেই সন্তান প্রসব করেন। এছাড়া ভর্তি না করায় সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর এক নারী সন্তান জন্ম দেন গত ৪ মে। এরকম বেশ কয়েকটি ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি না নেওয়ায় হাসপাতালের গেটের সামনে, কখনও ভ্যানের ওপর সন্তান প্রসব হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে দেশের স্বাস্থ্যখাতের সার্বিক অবস্থা।

এ অবস্থায় গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। সেইসঙ্গে দেশের অধিকাংশ হাসপাতালে করোনা ইউনিট চালু করতে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়ালটনের আইনি নোটিশ
বাসায় ফিরলেন খালেদা জিয়া
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
চিকিৎসার জন্য বিদেশে যেতে আমানউল্লাহ আমানের আবেদন
X
Fresh