• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জামিন হয়নি সংগ্রাম সম্পদকের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ১৯:৩২
Abul Asad
আবুল আসাদ

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দৈনিক সংগ্রাম এর সম্পাদক আবুল আসাদকে জামিন দেননি হাইকোর্ট।

আজ বুধবার (১৩ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ভার্চুয়াল কোর্টে এটিই প্রথম জামিন আবেদন শুনানি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকর মাহবুব হোসেন, এবং তার সাথে ছিলেন আইনজীবী শিশির মনির।

আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

পরে শিশির মনির এবিষয়ে সাংবাদিকদের জানান, আদালত দৈনিক সংগ্রাম এর সম্পাদক আবুল আসাদকে জামিন দেননি। ছুটি শেষে আদালত খোলার পর আবেদনটি নিয়ে নিয়মিত বেঞ্চে যেতে বলেছেন।

মানবতা‌বি‌রোধী অপরা‌ধের দা‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডি‌সেম্বর দৈনিক সংগ্রা‌মের ‘শহিদ’হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের পর মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে একটি মামলা দায়ের করেন।

পরে ১৩ ডিসেম্বর সন্ধ্যার সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। পরে আদলতে হাজিরের পর তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৮ ডি‌সেম্বর রিমান্ড শেষে তার জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বাঁধন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh